নোয়াখালী পাড়া এলাকার শওকত ৯ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

পিকলু দত্ত, টেকনাফ।

র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে এক মাদক কারবারীকে আটক করেছেন।
১৬ ডিসেম্বর সোমবার সোয়া ১টার দিকে র‍্যাব ১৫ এর একটি টীম ক্রেতা সেজে টেকনাফ বাহাড়ছড়া নোয়াখালী এলাকার ফরিদের ছেলে মো. শওকত আলী (২৩) কে ৯০০৩ পিচ ইয়াবা সহ আটক করেন।

বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ক্যাম্প ২৩ এর সামনে থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৫ এর টীম তাকে আটক করেন।

র‌্যাব ১৫ মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থানায় সোপর্দ করা হয়েছে।