নোয়াখালীতে বন্দুকযুদ্ধে নিহত-১

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নোয়াখালীর চাটখিলে মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধের সময় পুলিশের ৩ জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।

সোমবার ভোররাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন একজন শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মনির উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে রাখা হয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তাকে রোববার গ্রেপ্তার করা হয়।