নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত ; নিহত-৪০জন

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে ইয়োতি এয়ারলান্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে কাস্কি জেলার পোখরায় যাওয়ার সময় রোববার (১৫ জানুয়ারি) সকালে পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু পোস্ট, এএফপি

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা। তবে এ দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা, তা এখনো জানা যায়নি। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা। 

স্থানীয় অফিস থেকে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।