নিসচা জেলা সভাপতি সাংবাদিক জসিম উদ্দীন কিশোরের মাতা আর নেই

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

দৈনিক গণসংযোগ ও দৈনিক মেহেদীর প্রধান সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি মো: জসিম উদ্দীন কিশোরের মাতা হাবীবা খাতুন ২৯ মার্চ (শুক্রবার) বিকাল ৪.৪৫ ঘটিকায় বায়তুশ শরফ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। তিনি চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ রোড়স্থ চিরিঙ্গা গ্রামের মরহুম শহীদ আবদুল গনির সহধর্মীনি। মরহুমা হাবীবা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামীকাল শনিবার সকাল ১০ ঘটিকায় চকরিয়া পৌরসভার লামার চিরিঙ্গা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্টিত হবে।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।