নিসচা কক্সবাজার শাখার সাথে মতবিনিময়কালে ইলিয়াস কাঞ্চন : সকল পথকে নিরাপদ করতে সবাইকে সচেতন হতে হবে

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সকল পথকে নিরাপদ করতে সাধারণ মানুষের মাঝে আরো সচেতনতা বাড়াতে হবে। একের অন্যের উপর দোষ দেয়ার সংস্কৃতি পরিহার করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। রবিবার ১০ মার্চ দুপুরে সংগঠনের কক্সবাজার শাখার সদস্যদের সাথে এক মতবিনিময়কালে তিনি একথা বলেন।
কক্সবাজারের কলাতলীস্থ অভিজাত এক হোটেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক গণসংযোগ পত্রিকার প্রকাশক জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, এম. এ মনজুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক হাকিম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফকির আলমগীর, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিক উদ্দিন লিটন, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শওকত উসমান, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, কার্যনির্বাহী সদস্য এম. আমান উল্লাহ, সিরাজদৌলাহ হেলালী, শহিদুল আলম বুলবুল, মোঃ রেজাউল করিম, সাংবাদিক আমানুল হক বাবুল, দিদারুল ইসলাম, মোঃ আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।#