নিসচা’র রজত জয়ন্তীতে কক্সবাজারে আলোচনা ও ক্যাম্পেইন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি:নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৫ বছরের রজত জয়ন্তী উপলক্ষে কক্সবাজার জেলা শাখা নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
১ ডিসেম্বর সকালে নিসচা কক্সবাজার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এরপর কক্সবাজারে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারপত্র বিলি করা হয়।
আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সভাপতি এম. এ মঞ্জুর, ব্যাংকার মোস্তফা জামাল চৌধুরী সাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফকির আলমগীর, প্রচার সম্পাদক ফজল কাদের নুরী, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক তালেব মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কার্যনির্বাহী সদস্য আনোরুল ইসলাম, মোহাম্মদ মিজবাহ উদ্দিন, শহিদুল আলম বুলবুল, মোহাম্মদ রেজাউল করিম, মনিরুজ্জামান খাঁন, হেলাল উদ্দীন প্রমুখ। #