বার্তা পরিবেশক : টেকনাফে নিউ রেমন্ড টেইলার্স এন্ড ফেব্রিকস নামে অত্যাধুনিক মানের একটি পোষাক তৈরীর প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার ৮ মার্চ বিকালে পৌরসভার শাপলা চত্বরে মসজিদ মার্কেটের ২য় তলায় নিউ রেমন্ড আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক জানান, টেকনাফের নতুন প্রজস্মের ছেলে মেয়েরা অত্যন্ত আধুনিক মন মানসিকতা পোষন করে। তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের পোষাক পছন্দ করে থাকে।
কিন্তু টেকনাফে সেই মানের কোন পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিল না।
তাই প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর থেকে একটি উন্নত পোষাক তৈরীর প্রতিষ্ঠান করার চিন্তা মাথায় ছিল। অবশেষে তা বাস্তবায়ন করতে পেরে তিনি অত্যন্ত খুশী।
এখানে দেশী বিদেশী আধুনিক ও উন্নত মানের সব ধরণের কাপড় এখানে সংগ্রহে রাখা হয়েছে। যাতে সবার পছন্দনীয় কাপড়ে এখানে পোষাক সেলাই করতে পারেন।
তিনি নিউ রেমন্ড এ সবাইকে আমন্ত্রণ জানান।
