নাহিদ হাসান, রিয়াদ হাসান : অনুর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলো বাংলাদেশ। গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগ্রেসরা।
বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করে। জবাবে শুরুতে ধাক্কা খেলেও ১৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছায় বাংলাদেশের মেয়েরা।
জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ২১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। ১২ বলে ১০ রান করে প্রথমে আউট হন সুমাইয়া আক্তার। এরপর বিদায় নেন আফিয়া প্রত্যাশা। ১০ বলে এক চারে তিনি করেন ৮ রান।
দিলারা ও স্বর্নার ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। এই জুটি দলকে নিয়ে যায় ৫৯ রান পর্যন্ত। ১৪ বলে দুই চার ও এক ছক্কায় ২২ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন স্বর্ণা। দলীয় স্কোরে পাঁচ রান যোগ হতেই আউট হন দিলারা আক্তার। ১৫ বলে দুই চারে ১৭ রান করেন তিনি।
অধিনায়ক দিশা বিশ্বাস আউট হন দলীয় স্কোর তখন ৮৬। ১৭ বলে ১০ রানের ইনিংসে তার নেই কোন বাউন্ডারি। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন রাবেয়া খান ও মিষ্টি শাহা। রাবেয়া ১৮ ও মিষ্টি ১৪ রানে থাকেন অপরাজিত।
এর আগে ব্যাট করতে নেমে অল আউট না হলেও বড় স্কোর গড়তে পারেনি যুক্তরাষ্ট্রের মেয়েরা। উইকেটে টিকে থাকার লড়াইয়ে টি টোয়েন্টি ম্যাচ রূপ নেয় অনেকটা ওয়ানডেতে।
সর্বোচ্চ ২৬ রানের ইনিংস আসে ওয়ান ডাউনে নামা স্নিগ্ধ পলের ব্যাটে। দিশার বলে বোল্ড হওয়ার আগে ৩৭ বলের ইনিংসে পল হাকান চারটি চার। দিশা ধিংরা ৩৯ বলে ২০ রান করে হয়ে যান রান আউট। আরেক ওপেনার লাসিয়া মুল্লাপুডি ১২ বলে করেন মাত্র ৫ রান।
মার্কিন অধিনায়ক গীতিকা কোদালি ১৬ বলে করেন ১৬ রান। অন্যদিকে ১৭ বলে এক চারে ১৭ রানে অপরাজিত থাকেন ইশানি ভাঘেলা। বল হাতে বাংলাদেশের হয়ে ৪ ওভারে এক মেডেনে ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন দিশা বিশ্বাস। বাকি উইকেটটি নেন মারুফা আক্তার।