নারীর মর্যাদাপূর্ণ অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফারুক আহমদ : বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)’র উদ্যোগে জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন এবং করোনাকালীন সময়ে নারীর অবস্থা এবং জরিপ পূর্বকালীন মতবিনিময় সভা বুধবার ( ৩০ সেপ্টেম্বর) উখিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

স্কাস এর চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেন নারীর সক্ষমতা অর্জন ও ক্ষমতায়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নারীর মর্যাদাপূর্ন অধিকার প্রতিষ্টার কথা উল্লেখ করে তিনি আরও বলেন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে যোগ্য নারীদেরকে পদায়ন করা হচ্ছে যা বর্তমান সরকারের উজ্জ্বল দৃষ্টান্ত।

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল বলেন নারী বলে ঘরে বসে থাকলে চলবে না। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। তিনি আরও বলেন নারীকে বাদ দিয়ে সুষম উন্নয়ন সম্ভব নয়। তাই পুরুষের পাশাপাশি নারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে স্কাবের চেয়ারম্যান জেসমিন বলেন, করোনাকালীন সময়ে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, বাল্য বিবাহের মত ঘটনা তুলমূলক হারে বেড়েছে,আমরা আর এই ধরনের ঘটনা চাইনা।

উপজেলা প্রশাসনের সহায়তায় স্কাস, জার্মানী দাতা সংস্থা কেএনএইচ (KNH) ও এমডিএ (MDM) আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন,নারীদের অধিকতর গুরুত্ব দিয়ে চাকরি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রে নারীদের অংশ গ্রহণ বাড়াতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি কাউসার জাহান নিগার, দাতা সংস্থা কেএনএইচ ( KNH) ন্যাশনাল কো-অডিনেটর মাটিলদা টিনা বৈদ্য, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম ঢাকা থেকে আগত সাংবাদিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার গাজী শাহনেওয়াজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরোয়ার আলম শাহীন সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শফিক আজাদ ও এমডিএম (MDM) প্রতিনিধিগণ।

এসময়, উপেজলার ৫ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যগণ, কমিউনিটি লিডার (মহিলা), পরিবার পরিকল্পনা সুপারভাইজারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মহিলা শিক্ষকগণ, মহিলা সমিতির প্রতিনিধিগণ ছাড়াও সরকারি বেসরকারি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ক্ষমতায় ও নারী প্রতি সহিংসতা, ধর্ষণ, বাল্য বিবাহসহ সামাজিক নানানধিক নিয়ে মত বিনিময় করেন।

এ ছাড়াও সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। স্কাসের পক্ষে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা ও নারী ক্ষমতায়ণ প্রল্পের সম্মন্বয়ক রোনাল্ড চাকমা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. সালেহ উদ্দিন, সিনিয়র সাইকোলজিষ্ট তৌহিদুল মোস্তফা।

মতবিনিময় সভায় প্রেজেন্টেশন উপস্থাপনা করেন পিএসএস কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম ও টেকনিক্যাল অফিসার তাসনিন আক্তার।

এদিকে সকাল ১০টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে স্কাসের সহযোগিতায় ও উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই পতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।