টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে নাফনদীর কিনারা হতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
সুত্র জানায়, ১৮ ডিসেম্বর সকাল ৯টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন খবর পেয়ে উত্তর নাইট্যং পাড়া নদী নিবাস সংলগ্ন নাফনদীর কিনারা হতে একটি ভেসে আসা পরিত্যক্ত লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও পরনে সাদা চতুর্থভূজাকৃতির কালো ঘরের শার্ট রয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান,লোক মারফতে খবর পেয়ে সকালে থানা পুলিশের দল নাফনদীর কিনারা হতে এই মৃতদেহ উদ্ধার করে। তার পরিচয় উদ্ধার চেষ্টার পাশাপাশি মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ##