কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি-বিজিপি যৌথ টহল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২২ জুন) সকাল পৌনে ১০টা হতে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্টে ৬ষ্ট তম এ যৌথ টহল অনুষ্টিত হয়েছে।
টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলী’র নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২ টি স্পীড বোটযোগে এ টহলে অংশ নেয়। অপরদিকে মিয়ানমার ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ ম্যাগিচং ক্যাম্পের পুলিশ লেফটেনেন্ট নেই নেই অং এর নেতৃত্বে ১১ সদস্যের একটি টহলদল ২ টি স্পীডবোট যোগে টহলে অংশ নেয়। নাফ নদীর বিআরএম-২ হতে বিআরএম-৫ পর্যন্ত এ যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য এর আগে গত গত ৫, ১৪, ২০ ও ২৭ মার্চ এবং ২০ জুন ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ, টেকনাফ, দমদমিয়া ও হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি’র সাথে ৫ টি যৌথ টহল সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছিল।
