নাফনদী থেকে থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী দুই জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার বিজিপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি।
নাফনদী থেকে থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী দুই জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার বিজিপি। শনিবার (২৫ মার্চ) দুপুর দুইটার দিকে নাফ নদীর শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে দুই জেলেকে ফিরিয়ে দেয় বিজিবি। এর আগে একইদিন সকাল ১০টার দিকে
নাফনদীতে মৎস আহরণকালে বাংলাদেশী ২ জেলেকে অপহরণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি )।
উক্ত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত এখলাসের পুত্র মোহাম্মদ ইউছুপ ও মাঝের পাড়ার আব্দুল গণির পুত্র আবু তাহের।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীর মিয়ানমার সীমানায় গিয়ে মৎস্য আহরণকালে বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গিয়েছিল বিজিপি। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিক মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দুই জেলেকে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি আরো জানান, টেকনাফের স্থানীয় জেলেদের নাফ নদীর বাংলাদেশ সীমানায় মৎস্য আহরণের জন্য বলা হলেও তারা মিয়ানমার সীমানায় গিয়ে মৎস্য আহরণ করার ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ মিয়ানমার নৌ বাহিনী বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় বাংলাদেশী ৮ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার ১৬ দিনেও ফেরত দেয়নি।