নাফনদীতে নিখোঁজ ঠেলা জেলের লাশ উদ্ধার : দাফন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

গিয়াস উদ্দিন ভুলু : নাফনদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ থাকা ঠেলা জেলের লাশ ১দিন পর উদ্ধার করে দাফন করা হয়েছে।
জানা যায়, ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় টেকনাফ সদর ইউপির নাজির পাড়া নাফনদী সংলগ্ন গফুর প্রজেক্টের পাশ্ববর্তী এলাকা হতে স্থানীয় মৃত নুর আ্হমেদ পুত্র মোঃ ইমাম হোসেন (৪৫) এর মৃতদেহ দেখতে পায়। পরে মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফন করেন।
এই খবর পেয়ে টেকনাফ থানার এসআই জামশেদের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত ইমাম হোসেনের বাড়িতে যায়। এই মৃতদেহ নিয়ে তার পরিবারিক কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সকাল ১১টারদিকে মোঃ ইমাম হোসেন নদীতে ঠেলা জাল নিয়ে মাছ শিকার করতে গিয়েই নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির ২১ ঘন্টা পর তার মৃতদেহের সন্ধান মেলে।