টেকনাফ টুডে ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।সেখানকার একটি সাপ্তাহিক বাজারে রোববার (১৭ অক্টোবর) থেকে সোমবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।
সোকোতো প্রদেশের গভর্নরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি তামবুয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, গত রোববার স্থানীয় গরন্য এলাকার একটি সাপ্তাহিক বাজারে হামলা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরদিন সোমবার সকাল পর্যন্ত বন্দুকধারীদের এই হামলা অব্যাহত ছিল। এতে ৪৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
তবে স্থানীয় এক ব্যবসায়ী ইলিয়াসু আব্বা রয়টার্সকে জানায়, হামলার পর গরন্য জেনারেল হাসপাতালের মর্গে ৬০টি মরদেহ ছিল। এছাড়া হামলার সময় প্রাণে বাঁচতে পালানোর চেষ্টাকালে অনেকে আহতও হয়েছেন।
তিনি আরও বলেন, হামলার সময় অনেক ক্রেতা-বিক্রেতার ভিড় ছিল বাজারে। বন্দুকধারীরা তারা সেখানে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তাদের থামানো পারেনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি নাইজেরীয় পুলিশের মুখপাত্র।
উল্লেখ্য, গত ১২ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।