শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ব্যবস্থাপনা বিষয় নিয়ে সাংবাদিক,জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও যানবাহন চালকদের নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছে নাইক্ষ্যংছড়ি ৩১, বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)।
সোমবার (৫ ফেব্রোয়ারি) বেলা ১১টার দিকে বিজিবি হেডকোয়টারের সৈনিক মিলানায়তনে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রোহিঙ্গাদের বিচরণ, যত্রতত্র গাড়ী থামানো, নাশকতা,বাজার পরিষ্কার, মাদক ও চোরাচালানসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ৩১,বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল আযিম-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার আবু আহাম্মেদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, উপজেলা সদর সমাজপতি শিক্ষক নুরুল বাশার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক আবু তাহের বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি, বাজার কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক ডাঃ ফরিদুল আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু নোমান মোঃ ইসমাঈল প্রমুখ । এতে উপজেলার সিএনজি সমিতি, টমটম ও অটো রিক্সসা সমিতি, জীপ গাড়ী সমিতি ও বিভিন্ন সামাজিক ক্লাব, সমিতির সভাপতি সাধারণ সম্পাদকেরাও অবহিতকরণ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।