নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস ষ্টেশন মসজিদের মুসল্লিদের হাতে হাত দোয়ার সাবান তুলেদেন সাবেক কলেজ ছাত্রলীগ নেতা “মুমিনুল”

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন বাস ষ্টেশন জামে মসজিদে মুসল্লিদের হাতে সাবান তুলে দিলেন হাজী এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু।
মঙ্গলবার ৩১ মার্চ
নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস ষ্টেশন জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে স্ব-হস্তে সকল মুসল্লিদের পরিষ্কার-পরিচন্ন রাখার জন্য একটি করে হাত দোয়ার সাবান তুলে দেন ছাত্রনেতা মুমিনুল আলম মুমু।

মুসল্লিরা জানান,ছাত্রনেতা মুমুর সদ্য মতো নিজস্ব অর্থায়নে এবং বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নূন্যতম ঝুঁকি কমিয়ে আনতে হাত পরিষ্কার-পরিচন্ন রাখার লক্ষ্যে ৭০জন মুসল্লিকে একটি করে সাবান হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক কাজে সামিল হয়েছে। তার ছোট্ট একটি কাজে আমাদের অনেক উপকার আসবে।
তার চিন্তা চেতনা অনেক বড়।
তবে তার সাদ্য যতটুকু সম্ভব তা দিয়ে আমাদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলো।
মুমিনুলের মতো আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখনি সময়।

ছাত্রলীগ নেতা মুমিনুল বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নোভেল করোনা ভাইরাস-১৯ থেকে নিজেদের আত্মরক্ষা রাখতে সদ্যমতে একটি করে হাত পরিষ্কার করার সাবান বিতরণ করা হয়েছে।