Monday, January 17, 2022
Homeটপ নিউজনাইক্ষ্যংছড়ির ফুলতলীতে চিকিৎসা শিবির উদ্বোধন কালে বিজিবির জোন কমান্ডার

নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে চিকিৎসা শিবির উদ্বোধন কালে বিজিবির জোন কমান্ডার

স্ব স্ব অবস্থান থেকে দেশ গঠনে, দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে হবে
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলীতে বিজিবির কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে অনন্ত ৪শতাধিক গরীব অসহায় রোগীর মাঝে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল (৭ ডিসেম্বার) বুধবার সকালে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন পরবর্তী বক্তব্যে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল আযীম বলেছেন- এক সময়ের অশান্ত পার্বত্য অঞ্চল শান্তি চুক্তির পর কিছুটা শান্তি ফিরে এলেও যেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নেই এবং দুর্গম এলাকায় এখনো অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর বিচরণ রয়েছে। বিভিন্ন কায়দায় চাদঁবাজি করছে তারা। এর বাইরেও কিছু খারাপ দুষ্ট প্রকৃতির লোক এলাকায় নারী শিশু পাচার, মাদক পাচার, বৃক্ষ নিধনসহ অন্যায় অবিচার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে। এসব দুষ্কৃতির বিরুদ্ধে সৎ সাহস করে প্রতিবাদ করতে না পারলেও সীমান্তরক্ষি বাহিনীকে তাদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন- স্ব স্ব অবস্থান থেকে দেশ গঠনে, দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে এবং যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সন্ত্রাস মোকাবেলার জন্য বিজিবি জনগণের পাশে থাকবে। এসময় তিনি বিজিবির সশস্ত্র অবস্থান ছাড়াও জোন এলাকায় বিনামূলে ঔষুধ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ সব ধরনের সহযোগিতার জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বুধবার (৭ ডিসেম্বার) সকাল সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের নিয়ন্ত্রণাধীন উপজেলার আশারতলী বিওপি সংলগ্ন ফুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন বিজিবি অধিনায়ক।
এসময় ব্যাটালিয়ন সদরের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান, কক্সবাজার সেক্টরের এসএমও মেজর মেহেদী হাসান রবিন, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের জুনায়েদ আলম, ডেন্টিস ক্যাপ্টেন শারমিন হক, ল্যাফটেন্যন্ট মহসিনা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দোছড়ি ইউনিয়নের পাইনছড়িতে হবে এ চিকিৎসা ক্যাম্প।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments