শামীম ইকবাল চৌধুরী : “পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টিসম্মত খাবার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী -২০১৯ উদযাপন উপলক্ষে ১ আগষ্ট হতে – ৩ আগষ্ট পর্যন্ত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ ও ফল মেলার শুভ উদ্বোধন হয়েছে।
নাইক্ষ্যংছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১ আগষ্ট ) সকালে উপজেলা টি,টি,সি আই হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন হয়।
মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি (ভারপ্রাপ্ত)কর্মকর্তা মো,এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নু, ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা প্রাণি সসম্পদ কর্মকর্তা ড: সুকান্ত কুমার সেন, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার, আ,লীগ নেতা ডাঃ সিরাজুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফা কামাল লালু, কৃষি উপ-সহকারি কর্মকর্তা দেবার্শীষ ভট্টাচায্য, মহিবুল ইসলাম রাজিব,শিমুল কান্তি বড়ুয়া, আব্দু রহমান,শিমুল কান্তি শীল, মো,রফিক,সেলিনা আক্তার কাজল প্রমূখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল ককুদ্দুস। উক্ত মেলায় উপজেলার পপি নার্সারি সহ ৮ টি স্টল রয়েছে তবে মেলা আরও ২ দিনব্যাপী চলবে।