Monday, August 8, 2022
Homeপার্বত্য চট্টগ্রামনাইক্ষ্যংছড়িতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাইক্ষ্যংছড়িতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নুরুল হুদার উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিক্ষুদ্ধ শিক্ষকরা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
শিক্ষক সমিতির উপজেলা সভাপতি জহির আহমদের নেতৃত্বে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠন নেতা ও শিক্ষকসমাজ।
মানববন্ধনের বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি ও দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহির আহমদ, তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল বাশার, মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট মাদরাসা সুপার ছৈয়দ হোসাইন, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এএসএম আলমগীর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস, মো: আলাউদ্দিন।
এছাড়াও প্রধান শিক্ষকদের মাঝে মানববন্ধনে উপস্থিত ছিলেন মংসুই অং মার্মা, ওসমান গণি, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, শশাংকর মোহন রুদ্র, শফিউল ইসলাম আজাদ, রুবায়েদ নাহিদ নুর, উক্যঞাই চাক রবিন, মংহ্লায়েই মার্মা, এবিএম শফিকুর রহমান, নেলী দাশ, নুরুল কবির, জাহেদ হোসেন, হেলাল উদ্দিন, দিপন বড়–য়া, আবদুর রহিম, ঝর্ণা রাণী, মাসুক মাহমুদ, চাইহ্লাউ চাক, মৌলভী নুরুল হক, নুরুল আমিন, আর্য্য মিত্র, জয়নাল আবেদীন, আক্তার উদ্দিন।
সহকারী শিক্ষক ছালামত উল্লাহ, এনএম শফিকুর রহমান, আতিক উল্লাহ, সাইফুল ইসলাম, শিমুল পাল, আমিনা বিনতে মোস্তফা, সাবেকুন্নাহার, ¤্রাঅংচিং চাক, চাইহ্লাঅং চাক, অংজাই চাক, মো: শাহিনওয়াজ, উভাচাই চাক, মোক্তার আহমদ, লেলিন চাক, মো: নুরুল আমিন, মোহাম্মদ বাদশা, ফাতেমা বেগম, বুলবুল আক্তার, খতিজা বেগম, নাছির উদ্দিন, মিজানুর রহমান, মো: শাহ জাহান, মো: ইউনুছ, ফাতেমা বেগম, খুকি, দিদারুল ইসলাম মানিক, মো: ইউনুছ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments