নাইক্ষ্যংছড়িতে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সাড়ে ১২টায় দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি উপস্থিতিতে উপজেলা জাগ্রত বাংলাদেশ চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা যায়যায়দিনের প্রতিনিধি মো,আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নু, প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদীন খালেদ,সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলাম কাজল,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু,নির্বাহী সদস্য সানজিদা আক্তার রুনা, এম,এ কালাম সরকারী কলেজ ছাত্রলীগ মুমিনুল আলম মুমু প্রমুখ।