নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
52510847 155269145360329 1202812128185024512 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা, অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও মোঃ ইমরানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, শামীম ইকবাল চৌধুরী ও জাহাঙ্গীর আলম কাজলের নেতৃত্বে প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।52588609 374951243059747 3576377838124662784 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পরে একে একে নাইক্ষ্যংছড়ির সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।