নাইক্ষ্যংছড়িতে পুলিশী অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার : শীর্ষ মাদক ব্যবসায়ী আটক-২

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৯ হাজার পিস ইয়াবাসহ ২জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাল্লুখ্যাইয়া গ্রামের অভিযান চালানো হয়।

এসময় ৪৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৭ লাখ টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাল্লুখ্যাইয়া গ্রামের নুরুল আলমের পুত্র আমির হোসেন ওরফে সোনা মিয়া (২৫), উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লেমুছড়ি গ্রামের বাহির মাঠ এলাকার মৃত নুরুল হকের পুত্র করিমুল মোস্তাফা ওরফে আতুইয়্যা (২২)।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই অরুন কুমার চাকমা,এসআই মুহাম্মদ গোলাম মোস্তাফা,এসআই মুফিজুল ইসলাম,এএসআই খাদেমুল হক ও এএসআই মো,মোজাম্মেল হক এর সঙ্গীয় ফোর্সের সাঁড়াশি অভিযানে ৪৯ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। নাইক্ষ্যংছড়ি ভাল্লুখ্যাইয়া সীমান্ত হওয়ায় তারা দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ কাজ কারবার করে আসচ্ছে বলে এলাকার একাধিক সূত্রে জানাযায়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনি মামলা দায়ের করে আলামতসহ বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়।