শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের টি,টি,সি,আই হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন
থানা’র অফিসার ইনচার্জ( ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি কলেজের উপাধ্যক্ষ বশির আহমদ, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম,নির্বাচন অফিসের কর্মকর্তা ও অফিস সহকারি মোহাম্মদ ইয়াছির আরিফিন, মো: মাছুম পারভেজ, নুরুজ্জামান রনিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি মানুষ।