শামীম ইকবাল চৌধুরী : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় অর্ধশতাধিক পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক উশিং হাই ওরফে রবিন বাহাদুর এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসায় পবিত্র কোরআন শরীফ বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । এই বিতরণ অনুষ্টান বাস্তবায়নে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাজী এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি এন,এম সেলিম,সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার,ছাত্রনেতা এম,ডি মানিক, মু,মিজান, মো: কাইছার,মো: রফিক, মো, মুহি প্রমূখ।
এসময়, উপজেলা ছাত্রলীগের সম্পাদক রেজাউল করিম বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহি কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের সুযোগ্য পুত্র উশিং হাই ওরফে রবিন বাহাদুর পবিত্র ঈদুল আজহা মাস উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ কোরআন শরীফ বিতরণের উদ্যোগ নিয়েছে। এটা ছাত্রলীগের জন্য শ্রেষ্ট উদ্যোগ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, মসজিদের মুসল্লীরা এবং মাদরাসার শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সুশিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।