নাইক্ষ্যংছড়িতে কমিনিউটি পুলিশ উদ্যোগে ছেলে ধরা গুজব বিষয়ে সচেতনতামূলক সভা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে কমিনিউটি পুলিশিং কমিটির উদ্যোগে ছেলে ধরা গুজব বিষয়ে সচেতনতা বাড়াতে উপজেলা পরিষদের টি,টি,সি,আই হল রুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমাবার উপজেলার টি,টি,সি, আই হল রুমে সচেতনতামূলক সভায় এলাকার সচেতন নাগরিক,পুলিশিং কমিটির সদস্যবৃন্দদের উদ্যোশে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নির্মানাধীন পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলিয়া ভিত্তিহীন গুজব ছড়ানো হইতেছে।
অপরিচিত পুরুষ বা মহিলাকে ছেলে ধরা সন্দেহে অহেতুক গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অপরিচিত পুরুষ বা মহিলাকে সন্দেহ হইলে নাইক্ষংছড়ি থানা পুলিশ কে অবহিত করুন।
অহেতুক গণপিটুনির মতো ঘটনা সংগঠিত হইলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হইবে। তিনি আরও বলেন- গুজবে বিভ্রান্ত হবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না, এই আহ্বান জানিয়ে মাইকিং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মাইকিং করেছে নাইক্ষংছড়ি পুলিশ প্রশাসন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন, সিপিও এস আই মোঃ রাজীব হোসেন,বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো, আলম কোম্পানীসহ কমিউনিটি পুলিশং সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগর্গরা উপস্থিত ছিলেন।