শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ির সদরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পৃথকভাবে শ্লোগানে শ্লোগানে মিছিলটি মূখরিত হয়ে আনন্দন র্যালীর রূপ নিয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এরপর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল এর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামিলীগ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ,উপজেলার আওয়ামী লীগ নেতা ডা.সিরাজুল ইসলাম প্রমূখ।
এতে বক্ততারা বলেন,বঙ্গবন্ধু- আওয়ামীলীগ -বাংলাদেশ ইতিহাসে এই তিনটি নাম অমলিন,অবিনশ্বর ও একই সূত্রে গাঁথা। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনীতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের আজ ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দলটির অর্জন অনেক। দলটির সভানেত্রী শেখ হাসিনা টানা সাড়ে বছর ধরে দেশের প্রধান মন্ত্রী। তিনি তার নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন।অর্জন এই ধারাবাহিকতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর একদিন পরেই যুক্ত হচ্ছে নতুন মাইলফলক। বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে। তবে অমসৃণ, দূর্যোগ-দূর্বিপাক। জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে সামরিক জান্তাদের রোষানল,নিষেধাজ্ঞা, হামলা-মামলাসহ কন্টকাকীর্ণ দীর্ঘ পথপাড়ি দিতে হয়েছে দলটিকে।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোলমডেলই নয়। একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত। নির্যাতনের শিকার ১১লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দেওয়ার পাশাপাশি খাদ্য, বস্ত্র-চিকিৎসাও দিচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু ও সাধারণ সম্পাদক মো.রেজাউল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম ও সাধারণ সম্পাদক পুমারী মার্মা,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার রুনা,ইউনিয়ন যুবলীগের সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী,কলেজ ছাত্রলীগের সভাপতি মো.সেলিম ও সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার,উপজেলা ছাত্রলীগ নেতা আবদু রহমান বাপ্পীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। নেতৃবৃন্দরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা কর্মীদের কেক খাইয়ে জন্মদিন পালন করেন।