নাইক্ষ্যংছড়িতে জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ; সভাপতি বিন্দু-সম্পাদক আজিম

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

শামীম ইকবাল চৌধুরী : জাতীয় শ্রমিক লীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শনিবার উপজেলা মুক্ত মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বেলা ২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার মুক্ত মঞ্চে জহির উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা।
327126128 682565566990003 8404212890722862826 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মু, ইসলাম বেবী,যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, যুগ্ন-সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দায়িত্ব প্রাপ্ত নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু, শফি উল্লাহ,সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মু, ইমরান প্রমুখ।
327052183 1230564437541584 2000198227326899970 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্টিত সভায় বিকেলে মুক্তমঞ্চে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বদর উল্লাহ কবির বিন্দুকে সভাপতি, নূরুল আজিমকে সাধারণ সম্পাদক ও বিষ্ণন দাশকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা দেওয়া হয় ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে তারুণ্যনির্ভর,ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
327754492 746434183491814 6201454590690581179 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এ ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত শ্রমিক লীগ নেতাকর্মী উপস্থিত হন।