নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ২২মে (সোমবার) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সীমান্তে অবৈধ গরু চোরাচালান, পাহাড় কেটে পরিবেশ বিনিষ্ট, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও বিভিন্ন বিটে আইনশৃঙ্খলা কমিটি গঠন ও নিয়ন্ত্রণের আহ্বানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মু, শফি উল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কেনু ওয়ান চাক,উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা মার্মা, উপজেলা সহকারি ভূমি কমিশন শামসুদ্দীনমোহাম্মদ রেজা,দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি থানা তদন্ত পুলিশ পরির্দশক মু, শাহজান,নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার মোঃ মোশারফ,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমসহ উপজেলার বিভিন্ন মজার হেডম্যান কারবারি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।