নয়াপাড়া রো*হি*ঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দূ*বৃ*র্ত্ত গ্রুপের দ্বন্দ ; এক পক্ষের গু*লি*তে ১ মহিলা নিহত, আহত-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিবাদমান গ্রুপ সমুহের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ সংঘাত বেড়েই চলেছে। এরই জেরধরে একপক্ষের হামলা ও গুলিবর্ষণে এক মহিলা ঘটনাস্থলে নিহত এবং গুরুত আহত অপর ২জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ২৪ এপ্রিল ভোররাত সোয়া ৪টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-বøকের শেড নং-৮০৬/০১, এমআরসি-৩৬৪৫৭ এর বাসিন্দা আব্দুল করিমের বাড়িতে ঢুকে ডাকাত সালমান শাহ গ্রুপের ১০/১২জন স্বশস্ত্র সদস্য লুটপাটের চেষ্টা চালিয়ে মহিলাদের শ্লীলতাহানি ও মারধর করে। তা নিয়ে তুমুল হৈ ছৈ সৃষ্টি হলে লোকজন জড়ো হতে থাকে। তখন দূবৃর্ত্ত দলের সদস্যরা প্রাণরক্ষার্থে এলোপাতাড়ি ১২-১৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এসময় ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে বেড়াতে আসা মোঃ হোসেনের মেয়ে জমিলা ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়া আব্দুল করিমের স্ত্রী মনিরা (৪৫) ও মেয়ে নুর ফাতেমা(২৬) গুলিবিদ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে ক্যাম্পের আইপিডি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জমিলাকে মৃত ঘোষণা করে আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান হতে আরো উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় হামলা,পাল্টা হামলা এবং গোলাগুলিতে নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

নয়াপাড়া ক্যাম্প ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাষ্টার ইসলাম,গুলিবর্ষণের ঘটনায় ১জন নিহত ও ২জন চিকিৎসাধীন থাকার বিষয়টি স্বীকার করেন। ##