নতুন পল্লান পাড়া উলুমুন্নবুয়্যাহ মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফ পৌর সভার নতুন পল্লান পাড়া উলুমুন্নবুয়্যাহ আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ১১মার্চ শনিবার সকাল ৮ ঘটিকা হতে অনুষ্টিত সভায় হাদিস,কোরআন তেলাওয়াত,বাংলা ও ইংরেজী ছড়া,হামদ,না‘ত,গজল,আজান ইকামত,কলিমা মসায়েল,ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে শিশু শ্রেণী হতে ৫ ম শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রীরা অংশ নেয় ।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মুহাম্মদ জুবাইর,হাতিয়ার ঘোনা তা‘লিমুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ হোছাইন আহমদ। পুরস্কার বিতরন কালে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ কায়সার জুয়েল,প্রতিষ্ঠাতা হাফেজ মাওঃ হাবিব উল্লাহ, পরিচালক মাওঃ মোঃ তৈয়ুব,মাওঃ রেজাইল হাছান প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহন কারী বিজয়রা হচ্ছেন ক্বেরাত প্রতিযোগিতায়,নুরানী হতে ১৭ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে তৃতীয় শ্রেনীর ছাত্রী আম্মার কায়সার ১ম, তৃতীয় শ্রেনীর ছাত্র আক্তার ফারুক ২য়, চতুর্থ শ্রেনীর ছাত্রী রোকিয়া ৩য় স্থানে বিজয় হয়। ক্বেরাত প্রতিযোগিতায় হেফজ বিভাগ হতে মোঃ ফায়সাল ১ম,মোঃ জুনাইদ ২য়,মোঃ ইলিয়াস ৩য় স্থান লাভ করে।
হাদিস প্রতিযোগিতায় ( ক গ্রুপ ১-৩০)আরিফাি আক্তার ১ম,শামসুন্নাহার ২য়,সোহান ৩য় ও (খ গ্রুপ ১-৫০)জমিলা আক্তার ১ম, আসমা আক্তার ২য়, আক্তার ফারুক ৩য় স্থান অধিকার করেন।কলিমা প্রতিযোগিতায় মোআজ কায়সার ১ম, ওমর ফারুক ২য়, মোঃ ইসমাইল ৩য় হয়।
বাংলা ছড়া ক-গ্রুপ-আফসানা ১ম, জানে আলম ২য়,তাসলিমা ৩য়, খ-গ্রুপ-জমিলা ১ম, ফয়েজ উদ্দীন ২য়, শহিদ ৩য়, ইংজেী ছড়াতে রাফিয়া ১ম,আম্মার কায়সার ২য়,সাদিয়া ৩য় স্থান লাভ করে।মসায়েলে সোআহা ১ম, রাহমাহ ২য়, ফায়সেল ৩য় হয়।আজান ইকামতে আশরাফুল ১ম, ত্বোয়াহা ২য়, তৌহিদুল ইসলাম ৩য় হয়।হামদ,না‘ত এ মুজিবুররহমান ১ম,ইলিয়াস ২য়, জানে আলম ৩য় হয়।ছোটদের বিস্কুঠ খেলায় ফাহিম শফিকী ১ম, রুহান ২য়, রাবিয়া ৩য় স্থানে,গজল এ আশিকা ১ম,তামান্না ২য়,সালমা ৩য স্থানেএবং কুইজ এ অংশগ্রহন করে জানে আলম ১ম,ত্বোয়াহা ২য়,তেীহিদ ৩য় স্থানে বিজয় হয়। শেষে বিগত শিক্ষাবর্ষের কৃতি ছাত্র/ছাত্রী ও প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পরস্কার বিতরন করা হয়।