দ্য শেইপ অব ওয়াটার অস্কার দৌড়ে এগিয়ে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টিফেনি হ্যাডিশ এবং অ্যান্ডি সারকিস মঙ্গলবার ঘোষণা করলেন ২০১৮সালের অস্কার মননোয়ন তালিকা । ৯০তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হবে আগামী ৪মার্চ ।এবারের মনোনয়নের শীর্ষে রয়েছে ‘দ্য শেইপ অব ওয়াটার’ । গুইলার্মো দেল তোরো নির্মিত ছবিটি সেরা চলচ্চিত্র সহ ১৩টি মনোনয়ন পেয়ে এক নম্বরে রয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ সেরা সম্পাদনা, সেরা সিনেমাটোগ্রাফিসহ মনোনয়ন পেয়েছে আটটি । গোল্ডেন গ্লোব –এ সেরা চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’ সাতটি মনোনয়ন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ।
সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে:‘কল মি বাই ইয়োর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘দ্য পোস্ট’, ‘দ্য শেইপ অব ওয়াটার’ এবং ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং মিসৌরি’

সেরা নির্মাতা:
ক্রিস্টোফার নোলান, ‘ডানকার্ক’; জর্ডান পিলে, ‘গেট আউট’; গ্রেটা গারউইং, ‘লেডি বার্ড’; পল থমাস অ্যান্ডারসন, ‘ফ্যান্টম থ্রেড’; গুইলার্মো দেল তোরো, ‘দ্য শেইপ অব ওয়াটার’ ।
সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন:
শ্যালী হকিন্স, ‘দ্য শেইপ অব ওয়াটার’ । ফ্রান্সিস ম্যাকডর্মান্ড, ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’ ।মার্গট রব্বি,‘আই,টনিয়া’ । সাইরস রনান, ‘লেডি বার্ড’ । মেরিল স্ট্রিপ, ‘দ্য পোস্ট’ ।
সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন:
টিমোথি সালমেট, ‘কল মি বাই ইয়োর নেম’ । ড্যানিয়েল ডে-লুইস, ‘ফ্যান্টম থ্রেড’ । ড্যানিয়েল কালুইয়া, ‘গেট আউট’ ।গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’। ডেঞ্জেল ওয়াশিংটন,‘রোমান জে ইসরায়েল, ইএসকিউ’ ।

সেরা পার্শ্ব অভিনেত্রী:
ম্যারি জে ব্লিজ, ‘মাডবাউন্ড’ । অ্যালিসন জেনি, ‘আই,টনিয়া’ । লেসলি ম্যানভিল, ‘ফ্যান্টম থ্রেড’ ।
লরা ম্যাটকাফ, , ‘লেডি বার্ড’ । অক্টাভিয়া স্পেন্সার, ‘দ্য শেইপ অব ওয়াটার’ ।
সেরা পার্শ্ব অভিনেতা:
উইলিয়াম ড্যাফো, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ । উডি হারেলসন, ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’ ।
রিচার্ড জেনকিন্স, ‘দ্য শেইপ অব ওয়াটার’ । ক্রিস্টোফার পামার,‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ । শ্যাম রকয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’ ।
সেরা বিদেশী ভাষার সিনেমা:
‘আ ফ্যান্টাসটিক উওমেন’ (চিলি), ‘দ্য ইনসাল্ট’ (লেবানন), ‘লাভলেস’ (রাশিয়া), ‘অন বডি অ্যান্ড সোল’ (হাঙ্গেরি), ‘দ্য স্কোয়ার’ (সুইডেন) ।

সেরা মৌলিক সংগীত:
মাইটি রিভার-‘মাড বাউন্ড’ (ম্যারি জে ব্লিজে, র‌্যাফেল সাদিক এবং টরা স্টিনসন) ।
দ্য মিস্ট্রি অব লাভ-‘কল মি বাই ইয়োর নেম’ ( সুফজান স্টিভেন্স) ।
রিমেম্বার মি- ‘কোকো’ (ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেজ এবং রবার্ট লোপেজ) ।
স্ট্যান্ড আপ ফর সামথিং- মার্শাল (কমন এবং ডায়ান ওয়ারেন) ।
দিস ইস মি-‘দ্য গ্রেটেস্ট শো-ম্যান’ (বেঞ্জি পাস্ক এবং জাস্টিন পল) ।

সেরা অ্যানিমেটেড ফিচার:
‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেড উইনার’, ‘কোকো’, ‘ফার্দিনান্দ’,‘লাভিং ভিনসেন্ট’ ।
সেরা প্রামান্যচিত্র ফিচার:
‘অ্যাবাকাস’, ‘ফেইসেস প্লেসেস’, ‘ইকারাস’, ‘লাস্ট মেন ইন আলেপো’, ‘স্ট্রং আইল্যান্ড’ ।
সেরা সিনেমাটোগ্রাফি:
‘ব্লেড রানার ২০৪৯’- রজার ডিকিন্স । ‘ডার্কেস্ট আওয়ার’- ব্রুনো ডেলবোনেল । ‘ডানকার্ক’- হয়তে ভ্যান হয়তেমা । ‘মাডবাউন্ড’- রাচেল মরিসন । ‘দ্য শেইপ অব ওয়াটার’-ডন লসেন ।
সেরা পোশাক পরিকল্পনা:
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-জ্যাকলিন ডুরান । ‘ডার্কেস্ট আওয়ার’- জ্যাকলিন ডুরান ।‘ফ্যান্টম থ্রেড’- মার্ক ব্রিজেস । ‘দ্য শেইপ অব ওয়াটার’-লুইস সেকউরা ।‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’-কনসোলাটা বযেলি ।
সেরা অঙ্গসজ্জা ও কেশবিন্যাস:
‘ডার্কেস্ট আওয়ার’-কাজুইরো সুজি, ডেভিড ম্যালিনস্কি এবং লুসি সিবিক । ‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’- ড্যানিয়েল ফিলিপস এবং লুই শেপার্ড । ‘ওয়ান্ডার’- আর্জেন টুইসেন ।
সেরা চলচ্চিত্র সম্পাদনা:
‘বেবি ড্রাইভার’- পল ম্যাকলিস এবং জোনাথন অ্যামস । ‘ডানকার্ক’- লি স্মিথ । ‘আই টনিয়া’-তাতিয়ানস এস রিগাল ।‘দ্য শেইপ অব ওয়াটার’- সিডনি ওলেনস্কি । ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’- জন গ্রেগরি ।
সেরা শব্দ সম্পাদনা:
‘বেবি ড্রাইভার’- জুলিয়ান স্লাটার । ‘ব্লেড রানার ২০৪৯’-মার্ক মাঙ্গিনি এবং থিও গ্রিন । ‘ডানকার্ক’- রিচার্ড কিং এবং অ্যালেক্স গিবসন । ‘দ্য শেইপ অব ওয়াটার’ – নাথান রবিটাইলে এবং নেলসন ফেরেরা । ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’- ম্যাথু উড এবং রেইন ক্লিস ।
সেরা অ্যানিমেটেড শর্ট:
‘ডিয়ার বাস্কেটবল’ , ‘গার্ডেন পার্টি’, ‘লুও’, ‘নেগেটিভ স্পেইস’, ‘রিভল্টিং রাইমস’ ।
সেরা প্রামান্যচিত্র শর্ট:
‘এডিথ+এডি’, ‘হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫’, ‘হিরোইন’, ‘নাইফ স্কিলস’, ‘ট্রাফিক স্টপ’ ।
সূত্র: একাডেমি অব মোশন পিকচার–এর ওয়েবসাইট, বিবিসি নিউজ