টেকনাফ টুডে ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী ও দক্ষ ব্যক্তিদের নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি সরকার। সম্প্রতি এক রাজকীয় ফরমানে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ ঘোষণা দেন।
বিভিন্ন ক্যাটাগরিতে এ নাগরিকত্ব প্রদান করা হবে, যা ২০৩০-ভিশনের একটি অংশ হিসেবে অভিহিত করা হয়েছে।
যে ১০ পেশার ব্যক্তি নাগরিকত্ব পাবেন তারা হলেন- ইসলামিক চিন্তাবিদ, নিউক্লিয়ার বিশেষজ্ঞ, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, কম্পিউটার বিজ্ঞানী, তেল শিল্পের এক্সপার্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, স্পোর্টস ও শিল্পী, পরিবেশবিদ এবং মহাকাশ গবেষক।
এছাড়া সৌদি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে পারবে এমন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদেরও সৌদি নাগরিকত্ব দেয়া হবে বলে ওই আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রিভিলেন্স একামা তথা ইনভেস্টারদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয় দেশটির সরকার। দুই ধাপে নগদ টাকা পরিশোধ করে সৌদি নাগরিক হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন বলে ঘোষণা দেয়া হয়।