শামীম ইকবাল চৌধুরী : রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি জামে মসজিদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
১৪ জুন (শুক্রবার) বাদ জুমা মসজিদ প্রাঙ্গনে এই উপলক্ষ্যে এলাকা ও সমাজবাসীকে নিয়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি ফরিদ মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভার সম্মতিক্রমে এক বছর মেয়াদে এনামুল হক ভূট্টু প্রকাশ ইসহাককে সভাপতি মাওলানা মুফিজুর রহমানকে সেক্রেটারি ও মো, ফয়সালকে ক্যাশিয়ার করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৌছড়ি জামে মসজিদের মুতাওয়ালী (প্রতিষ্ঠাতা মরহুম সাইফুল হোসেন মিয়াজী) বড় পুত্র শামশুল আলম।
উপস্থিত সমাজ ও এলাকাবাসী উক্ত পূর্ণাঙ্গজ কমিটিকে সমর্থন জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।
আলোচনা সভায় এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল আমিন মাষ্টার, মো, ছিদ্দিক আহাম্মদ,মাওলানা ফরিদ আহাম্মেদ, সাবেক ইউপি সদস্য ছালেহ আহাম্মেদ,মো,আলী,আব্দুল মোনায়েমসহ এলাকা ও সমাজের সর্বস্থরের মুসল্লীরা উপস্থিত ছিলেন।
পরিচালনা কমিট গঠন শেষে সসমাজ ও এলাকাবাসীকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন দৌছড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম।