দৈনিক কক্সবাজারে প্রকাশিত সংবাদে হ্নীলার জামাল মেম্বারের প্রতিবাদ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক :: ২৫ অক্টোবর দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত “ টেকনাফে বন্দুক যুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত ; ৫টি অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ৫হাজার ইয়াবা উদ্ধার ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে মাদক কারবারীর তালিকায় হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিনের নামও উল্লেখ রয়েছে। আমার মনে হয় কোন তালিকাভূক্ত মাদক কারবারীকে বাঁচানোর জন্য আমার মত নিরীহ ব্যক্তিকে মাদক ব্যবসায়ী সাজানোর চক্রান্ত চালানো হচ্ছে। আমি কোন হুন্ডি ব্যবসায়ী না আবার কোন বোটের মাঝিও না। আমি জনগণের নির্বাচিত মেম্বার। আমি নিয়মিত পরিষদে আসি ও এলাকায় অবস্থান করে এসব চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি বিধায় আমাকে নিয়ে নানা ষড়যন্ত্রের জাল বুনানো হচ্ছে। তার উপরে আমি একজন দৈনিক ইনানী পত্রিকার টেকনাফ সংবাদদাতা হিসেবে কর্মরত। আমার বাবা মরহুম হাজী রহিম উদ্দিন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং সহায়-সম্পত্তির মালিক ছিলেন।
টেকনাফে বিবাদমান সাংবাদিকতার গ্রুপিংয়ের জেরধরে আমাকে হেয়পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে অপর কোন কোন সাংবাদিক এবং তাদের পরিবার মাদক চোরাকারবারী, হুন্ডিসহ নানা অপরাধে সম্পৃক্ত রয়েছে তা কেন প্রকাশ করা হয়নি। সুতরাং আমি এসব ষড়যন্ত্রমুলক সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে এই জাতীয় সংবাদ পরিবেশন করা হলে আমি আইনী পদক্ষেপ নিতে বাধ্য হব। সুতরাং উক্ত ভিত্তিহীন সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
জামাল উদ্দিন মেম্বার
৫নং ওয়ার্ড, হ্নীলা, টেকনাফ।