নিজস্ব প্রতিনিধি : দৈনিক আপন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ওসমান গণির বাসা লক্ষ্য করে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। তবে পরিবারের সবাই অক্ষত রয়েছে। মঙ্গলবার ভোর ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের হাসপাতাল সড়ক সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।
ওসমান গণি জানিয়েছেন, ভোর ৩টার দিকে কয়েকজন মুখোশ পরিহিত অস্ত্রধারী প্রথমে বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে আমার রুম লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে জানালার কাচ ভেঙে তছনছ হয়ে যায়।
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ অবস্থায় পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় কক্সবাজার সদর থানার পুলিশকে খবর দিলে এস আই প্রদীপসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।