দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চতুর্থ জানাজা শেষে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন হলেন সাংবাদিক গড়ার কারিগর, দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার কাজীর বেড় গ্রামের নিজ বাড়িতে অমিত হাবিবের মরদেহ পৌঁছায়। পরে রাত ৮ টার দিকে গ্রামের স্থানীয় জামে মসজিদ মাঠে মরহুমের চতুর্থ ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার আগে মহেশপুর ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আযম চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনসহ অনেকেই ঝিনাইদহের কৃতি সন্তান ও দেশের প্রথিতযশা সাংবাদিক অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

জানাজার নামজ শেষে পারিবারিক কবর স্থানে অমিত হাবিবের মরদেহ দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে, ঢাকায় দুই দফা জানাজা শেষে বিকেল ৫টায় তার মরদেহ ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে পৌঁছায়। এ সময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি সাইফুল মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়াদার বাবলু, ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানাসহ ঝিনাইদহের সব সাংবাদিক তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা শেষে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

৫টার পরে তার মরদেহ গাড়িটি অমিত হাবিবের নিজ গ্রামের বাড়ি জেলার মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

সকাল ১০টা ২০ মিনিটে বাংলামোটরের দেশ রূপান্তরের কার্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে রূপায়ণ গ্রুপ ও তার সহকর্মীদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন, ডিবিসি সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহসভাপতি হাসান হাবীব। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা জানাজায় অংশ নেন।

বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।

দেশ বরেণ্য সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুর খবরে ঝিনাইদহ জেলাসহ মহেশপুর গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তার এই অকাল মৃত্যুকে গ্রাম ও এলাকাবাসী কোন ভাবেই যেন মেনে নিতে পারছেন না।

স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান জানিয়েছেন, অমিত হাবিবের মতো একজন খ্যাতিমান সাংবাদিককে হারিয়ে ঝিনাইদহ জেলাসহ দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। এই খ্যাতিমান সাংবাদিকের আরও কিছুদিন বেঁচে থাকার প্রয়োজন ছিল।