সংবাদ বিজ্ঞপ্তি : ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান, পূবালী ব্যাংকের আর্থিক সহযোগিতায় দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ২৫০ ও সিটি কর্পোরেশনের বাহিরের শ্রীপুর উপজেলায় ২৫০ জন হত দরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাভাবিক জীবন-জীবিকা নির্বাহ করতে অসমর্থ বা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে নির্বাচিত মোট ৫০০ পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী সহায়তা করার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন ২০২১ বিআইডিসি বাজার, গাজীপুরে ২৫০ জন করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলচাল, ডাল, তেল, চিনি, পিয়াজ, রসুন, লবণ, আলু ও মসলা এবং স্বাস্থ্য সামগ্রীর মধ্যে ছিল গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, ওরস্যালাইন, মেট্রিল, প্যারাসিটামল এবং মাস্ক। বাকী ২৫০ জন পরিবারের মধ্যে শ্রীপুর উপজেলায় বিতরণ করা হবে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম, এজিএম, ডিএফইডি। সভাপতিত্ব করেন মো. তোফাজ্জল হোসেন, এরিয়া ম্যানেজার, ডিএফইডি। অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ খায়রুল ইসলাম, জোনাল ম্যানেজার, ঢাকা জোন, ডিএফইডি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মাসুম রেজা, ব্রাঞ্চ ম্যানেজার, ডিএফইডি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নিয়ামুল কবীর,সিনিয়র প্রিন্সিপাল অফিসার (কৃষি), ডিএফইডি, ব্রাঞ্চ ম্যানেজার, গাজীপুর সদও ব্রাঞ্চ, ডিএফইডি। প্রধান অতিথি বলেন, ডাম ফাউন্ডেশন ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্টীর খাদ্য চাহিদা ও স্বাস্থ্য সুরক্ষায়ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
