দীর্ঘ প্রতীক্ষার পর চবি ছাত্রলীগের নতুন কমিটি

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ডেস্ক নিউজ।

দীর্ঘ প্রায় দুই বছরের প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (১৪ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির নাম ঘোষণা করা হয়।

সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রেজাউল হক রুবেলকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন টিপুর নাম উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
74930 1563070819 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মো. রেজাউল হক রুবেল আগের কমিটির সহসভাপতি এবং মো. ইকবাল হোসেন টিপু উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ৫ মে অন্তঃকোন্দলের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত করে দেয়। পরবর্তীতে একই বছরের ৭ ডিসেম্বর কমিটি বিলুপ্ত করা হয়।