দীঘির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা পরিচালক ঝন্টুর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : অবশেষে অভিনেত্রী দীঘির বিরুদ্ধে মানহানি মামলা করলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আজ বুধবার তিনি আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন।

ঝন্টু জানান, দীঘিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ পরিচালক বলেন, দীঘি, তারা বাবা ও মামার নামে মানহানির মামলা করেছি। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার সম্মান দীঘির থেকে অনেক বেশি।

ঝন্টু আরো বলেন, নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? মুক্তির আগে চলবে না বললে তো সে পরিচালক ও প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেইলার।
এই সিনেমার ট্রেইলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। দীঘিও গণমাধ্যমকে ছবিটি নিয়ে নেতিবাচক কথা বলেন। তার কথার জেরে ঝন্টু মানহানির মামলাটি করলেন।