প্রতিনিধি |
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে বাসচাপায় অটোরিকশাচালক ও তার ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবা মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫) ও তার ছেলে মঈনুর খান (৯)।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার খোটাখালী গর্জনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তিনজন।
নিহতরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলার হেতালিয়াপাড়া এলাকার বাসিন্দা ও তার ছেলে মঈনুর খান।
আহতরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলামের স্ত্রী ময়তুল জান্নাত (২৫), আরেক ছেলে নকিব খান (৫) ও আত্মীয় নুরুল আলম (২০)। আহতদের মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ আলম জানান, রাতে নিজের সিএনজিচালিত অটোরিকশায় পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতে গিয়েছিলেন নুরুল ইসলাম।
রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।