দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ : চকরিয়ায় এমপি জাফর আলমকে এলাকা ছাড়ার নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী তথা নৌকা প্রতীকের পক্ষে প্রভাব বিস্তার এবং জনমনে ভীতি ছড়ানোর অভিযোগে চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। গত ১৩ মার্চ নির্বাচন কমিশনের উপসচিব মাহফুজা আক্তার আদেশে স্বাক্ষর করেছেন। রোববার (১৭মার্চ) রাত ৯টায় আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এলাকায় প্রভাব বিস্তারের ঘটনায় কয়েকদিন আগে নির্বাচন কমিশনে লিখিত করেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী ও অপর স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম। তাদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে গতকাল এমপি জাফর আলমকে এলাকা ছাড়ার নির্দেশনা দেন।