দমদমিয়ায় বাগানের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের ছুরিকাঘাতে স্থানীয় ৪জন নারী-পুরুষ রক্তাক্ত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা দমদমিয়া এলাকায় বাগানের ডালপালা ভাঙ্গার বিষয়কে কেন্দ্র করে রোহিঙ্গাদের ছুরিকাঘাতে স্থানীয় ৪ জন বাংলাদেশী নারী-পুরুষ রক্তাক্ত হয়েছে।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টারদিকে হ্নীলা দমদমিয়ার বাসিন্দা ইসলাম মিয়ার বাগানের ভেতর দিয়ে আসা-যাওয়া এবং গাছের ডালপালা ভাঙ্গাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর সি বøকের বাসিন্দা মোঃ সিরাজ (৩৫), জাবেদ (১৮), হোসন জোহার (২৮), জোবাইর (২২), সেতারা (৪০) ও তাহেরা (৩৮) এর মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের সুত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে রোহিঙ্গাদের হামলা এবং ছুরিকাঘাতে গৃহকর্তা মোঃ ইসমাঈল (৫০), তার স্ত্রী গুলবাহার (৪৫), মেয়ে হাসিনা (২২) ও ছেনুয়ারা (২০) গুরুতর আহত ও রক্তাক্ত হয়। রক্তাক্ত ৩জনকে চিকিৎসার জন্য নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এই ঘটনার খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে স্থানীয় জনগোষ্ঠীর উপর আশ্রিত রোহিঙ্গাদের এই ধরনের আচরণ জনমনে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ##