দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা এলাকার জামশেদুল আলম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে মুজাম্বিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের শরিয়ত উল্লাহ মুন্সি বাড়ির দাউদুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, জামশেদুল দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মুজাম্বিক গেলে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। জামশেদুলের বাবা দাউদুল ইসলাম যুগান্তরকে জানান, আগামী দুই-একদিনের মধ্যে তার ছেলের লাশ দেশে আসার কথা রয়েছে।
