মোঃ আবছার কবির আকাশ : রামু তুলাবাগান হাইওয়ে থানার পুলিশের অভিযানে ১৫ হাজার ২শ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছ। গতকাল রবিবার পৌনে ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মুজাহিদুল ইসলামের নির্দেশে সার্জেন্ট শাহাদাত হোসেন ও এটিএসআই আকতার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রামু হাইওয়ে থানার সামনে কক্সবাজার যাওয়ার পথে সরাসরি স্পেশাল বাসে তল্লাশী করে ১৫হাজার ২শ পিস ইয়াবাসহ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের মৃত সিকান্দরের পুত্র মোঃ কামাল হোসেন (২২), কক্সবাজার সদরের উত্তর ডিককুলের মৃত জয়নাল আবেদীনের পুত্র বাহাদুর মিয়া (২৭) ও ক৩ ব্যক্তিকে আটক করা হয়। কলাতলী সৈকত পাড়ার মৃত আলী আকবরের পুত্র আবু সিদ্দিক (২৫) কে আটক করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ ৬০হাজার টাকা। রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সেখানে দেশের আইন-শৃংখলা বাহিনী হিসেবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশি¬ষ্ট ধারায় মামলার পর রামু থানায় সোর্পদ করা হয়েছে।