টেকনাফ টুডে ডেস্ক : তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর কৌশলপত্র বিষয়ক ওরিয়েন্টেশন সভা ঢাকা আহ্ছানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর সহযোগিতায় আজ ২২ জুলাই, বেলা ১১.৩০ টায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এবং উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব ড. ভুবন চন্দ্র বিশ্বাস । সভার সভাপতি বলেন, বোর্ডের সহযোগী সংস্থাগুলোকে তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর কৌশলপত্র বাস্তবায়নে লিখিত নির্দেশনা প্রদান করা হবে এবং ট্যুরিজম বোর্ডের আওতাধীন সকল ভবন ও স্থাপনাগুলো হবে শতভাগ ধূমপানমুক্ত। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী মো: খাইরুল আলম সেখ এবং তিনি বলেন, তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর কৌশলপত্র বাস্তবায়নে লিখিত নির্দেশনা প্রদানে গুরুত্ব আরোপ করেন। তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর কৌশলপত্র তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো: মোখলেছুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বোর্ডের সহযোগী বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিগণ।
সারাবিশ্বে সমন্বিতভাবে তামাক নিয়ন্ত্রণ ও তামাকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে ২০০৩ সালে Framework convention on Tobacco control(FCTC) চুক্তি অনুমোদিতহয়। বাংলাদেশ এই চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়নকরে ও পরে ২০১৩ সালে আইনটি সংশোধন করা হয়।বিদ্যমান আইনে সকল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন গবেষনায় দেখা গিয়েছে যে, অন্যান্য পাবলিক প্লেসের তুলনায় হসপিটালিটি সেক্টরে (যেমন- হোটেল, মোটেল, গেষ্টহাউজ, রিসোর্ট, রেস্টুরেন্ট, বারইত্যাদি) প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের হার বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত GobalAdult Tobacco Survey(GATS) ২০১৭ অনুসারে শুধুমাত্র রেস্টুরেন্টে প্রায় ৫০% মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। হসপিটালিটি সেক্টরের আওয়াতাধীন সেবা প্রতিষ্ঠানে তামাক ব্যবহার না করেও যারা স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছেন তাদের সুরক্ষার নিমিত্তে হসপিটালিটি সেক্টরে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কৌশলপত্রের উপর ওরিয়েন্টেশন প্রয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই কৌশলপত্রের উপর ওরিয়েন্টশন সভার আয়োজন করে।