টেকনাফ টুডে ডেস্ক : আফগানদের বিপক্ষে প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে বেশি অপেক্ষা করতে হয়নি। ইনিংসের ১৩তম ওভারে এসে তাইজুলের মায়াবী ঘূর্ণিতে টাইগাররা প্রথম উইকেটের দেখা পায়। ওপেনার ইহসানুল্লাহকে মাত্র ৯ রানে বোল্ড করে সাজঘরে পাঠান তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ২৪ রান। ক্রিজে আছেন ইবরাহীম জাদরান ১১ ও রহমত শাহ ৯ রানে।
পেসার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোনো পেসার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। স্পিন অ্যাটাক নিয়েই নবী-রশিদদের বিপক্ষে লড়াই করবেন সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।
আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে নিয়ে স্কোয়াড ঘোষণা করা হলেও একজনও জায়গা পাননি। নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টও জানিয়েছিলেন পিচের ধরন অনুযায়ী অধিনায়ক সাকিবের চাওয়া মতোই বোলার নেওয়া হবে। অর্থ্যাৎ পিচ স্পিন সহায়ক হওয়াতে একজন পেসারেরও জায়গা হয়নি একাদশে।
বাংলাদেশ নেমেছে তিনি বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানকে নিয়ে। ঘরের মাঠে সাদা পোশাকে এই তিনজনই ভয়ংকর বোলার। তাদের সঙ্গে বল হাতে আলো ছড়াবেন অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।
টেস্ট একাদশ :
সাকিব আল হাসান, সৌম্য সরকার, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
advertisement