ঢাকার টানা দ্বিতীয় ফাইনাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরে দুই বারের সাক্ষাতে একবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে পারেনি ঢাকা ডায়নামাইটস। কিন্তু শুক্রবার প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারালেন সাকিব আল হাসানরা। তামিম ইকবালরা ১০০ রানের স্কোরও করতে পারলেন না। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯২ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে কুমিল্লা ১৮ ওভারেই অল আউট হয়েছে মাত্র ৯৬ রানে। এই জয়ে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা নিশ্চিত করেছে তাদের টানা দ্বিতীয় ফাইনাল।
শুক্রবারের আগে বিপিএলে মাত্র তিন ম্যাচ হেরেছে কুমিল্লা। শেষ ম্যাচে হাফসেঞ্চুরি পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস ও মারলন স্যামুয়েলস। অথচ কোয়ালিফায়ারের মত গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দুই অঙ্কের রান করলেন মাত্র তিনজন ব্যাটসম্যান। তিনজন ব্যাটসম্যান আউট হয়েছেব শূন্য রানে। ওপেনিংয়ে নেমে তামিম খেলেছেন ৩১ রানের ইনিংস। আর শেষে দুই বোলার হাসান আলি ও মেহেদী হাসান খেলেছেন যথাক্রমে ১৮ ও ১৫ রানের ইনিংস। মেহেদী অপরাজিত ছিলেন।
ইনিংসের মাত্র তৃতীয় বলে প্রথম উইকেট হারানো কুমিল্লার ব্যাটসম্যানদের যাওয়া-আসার ধারা অব্যাহতই ছিল। একপ্রান্তে উইকেট ধরে রেখে অধিনায়ক তামিম ৩ চার ও ১ ছয়ে ২৮ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। দলীয় ৫৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি যখন সাজঘরে ফেরেন ততক্ষণে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কুমিল্লার ভাগ্য। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে দলটি। লোয়ার অর্ডারে হাসান ও মেহেদী কিছুটা প্রতিরোধ না গড়লে আরও বড় লজ্জায় পড়তে হত কুমিল্লাকে। ঢাকার লেগি শহীদ আফ্রিদি মাত্র ১৬ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত শিকার করেছেন দুটি করে উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারিয়েছিল ঢাকাও। তবে ইভিন লুইস ও জো ডেনলির ৬৯ রানের জুটি বড় স্কোরের ভিত্তি এনে দেয় দলটিকে। লুইস করেন দলীয় সর্বোচ্চ ৪৭ রান। পরে কাইরন পোলার্ড ও আফ্রিদির ছোট দুটি ঝড়ে ১৯১ রানের পাহাড়ে ওঠে ঢাকা। কুমিল্লার পেসার হাসান ১৬ রান দিয়ে ৩ উইকেট পান।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরসার পান আফ্রিদি।
এই জয়ের ফলে সরাসরি ফাইনাল খেলবে ঢাকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর, মঙ্গলবার। সন্ধ্যা ৬টায়। ফাইনালের ঢাকার প্রতিপক্ষ নির্ধারিত হবে রোববারের দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে। সন্ধ্যা ৬টার এই ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ও রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস : ১৯১/৭ (২০ ওভার) (মারুফ ৬, লুইস ৪৭, ডেনলি ৩২, পোলার্ড ৩২, সাকিব ৯, আফ্রিদি ৩০, সৈকত ৩, নারিন ৯*, জহুরুল ৩*; মেহেদী ০/৩৮, হাসান ৩/১৬, সাইফ ০/৩০, মালিক ১/২৮, ব্রাভো ২/৪৫, আল-আমিন ০/২২)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৯৬ (১৮ ওভার) (তামিম ৩১, লিটন ০, বাটলার ৫, ইমরুল ৯, স্যামুয়েলস ৬, মালিক ৭, ব্রাভো ০, সাইফ ০, হাসান ১৮, মেহেদী ১৫*, আল-আমিন ০; সৈকত ২/২৪, সাকিব ২/১৯, নারিন ১/৯, আফ্রিদি ৩/১৬, রনি ১/১৪, সাদ্দাম ০/১০)।
ফলাফল : ঢাকা ডায়নামাইটস ৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা : শহীদ আফ্রিদি।