ডুলাহাজারা খুটাখালীতে জেলা পরিষদের অনুদানে ১০৫কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজার জেলা পরিষদের অধীন নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ডুলাহাজারা এবং খুটাখালী ইউনিয়নের ১০৫টি জীবিকা হারানো গরীব ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২৭ এপ্রিল সকালে দুইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে করোনা সংক্রমণে জীবিকা হারানো কর্মহীন শ্রমজীবি পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাউল বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ।
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর নির্দেশনার প্রেক্ষিতে করোনা সংক্রমণে মানবিক কাজের অংশহিসেবে জেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে চকরিয়া উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে ১০৫ পরিবারের হাতে অনুদান হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তদমধ্যে বেশ কিছু পরিবারকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ। সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.নুরুল আমিন। বিশেষ অতিথি প্যানেল চেয়ারম্যান আলহাজ শওকত আলী, মহিলা মেম্বার হাসিনা বেগম, ইউপি মেম্বার ফরিদুল আলম প্রমুখ।
অপরদিকে খুটাখালী ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান। উপস্থিত ছিলেন অতিথি হিসেবে ইউপি সচিব, ইউপি মেম্বার অলি আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরহাদ মোঃ তারেক। এছাড়াও উপস্থিত পরিষদের সকল সদস্য, আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ বলেন, করোনা ভাইরাস’ সংক্রমণে সর্বসাধারণ বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থার কারণে প্রতিটি পরিবারে দুর্দিন দেখা দিয়েছে। বিশেষ করে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার গরীব মানুষের এই দু:সময়ে কক্সবাজার জেলা পরিষদ মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে।
তিনি বলেন, ইতোমধ্যে চকরিয়া উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন বমুবিলছড়িতে দুইশত গরীব পরিবারের মাঝে জেলা পরিষদের বরাদ্দের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সর্বশেষ সোমবার ২৭ এপ্রিল চকরিয়া উপজেলার (ডুলাহাজারা ইউনিয়নে ৫৫ ও খুটাখালী ইউনিয়নে ৫০ পরিবার) মোট ১০৫টি জীবিকা হারানো পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
জীবাণু সংক্রমণ প্রতিরোধকল্পে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। লকডাউন মেনে বাড়িতে থাকুন। সাবান-পানি দিয়ে হাত পরিস্কার করুন। হাঁচি-কাশি দিতে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিতে হবে। যেখানে-সেখানে কফ-থুথু ফেলা বন্ধ করতে হবে। এসব ব্যাপারে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সবাইকে জনসচেতনতা বাড়াতে হবে।
জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহমদ আরও বলেন, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ‘আতঙ্কিত হলে আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়।’ তিনি আরও বলেন, ‘সব সময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্য এবং আপনার প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।##