ডুলাহাজারা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী প্যানেল চেয়ারম্যান শওকত আলী

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন শাখায় আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দুই বারের সফল ইউপি মেম্বার শওকত আলী বর্তমান সকল মেম্বারের ভোটে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান।
ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার এক নিঃস্বার্থ কর্মী শওকত আলী। ইউনিয়ন আওয়ামিলীগের এ সৈনিক স্বচ্ছ ও কর্মী বান্ধব রাজনীতিবিদ। দলীয় নেতাকর্মীদের সুখেদুখে ও সার্বক্ষণিক সহযোগিতায় কাছে থাকেন তিনি। ফলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের হৃদয়ে তার অবস্থান শীর্ষে।
অপরদিকে তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলার আমুল পরিবর্তন স্থানীয়দের মনে আজীবন মনে থাকবে। ফলে বারেবারে তাকেই প্রতিনিধিত্বের সুযোগ দিচ্ছে স্থানীয় জনগণ। ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হজ্জে যাওয়া কালীন মাত্র মাস খানেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত ওই অল্প সময়ে ডুলাহাজারা বাজারে একাধিকবার অভিযানসহ আইনশৃঙ্খলার চরম উন্নতির কথা ইউনিয়নবাসীর কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
আসন্ন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামিলীগের কাউন্সিলে তিনি নেতাকর্মীদের অনুপ্রেরণায় ‘সাধারণ সম্পাদক’ প্রার্থীতা ঘোষণা করেন। আলহাজ্ব শওকত আলী জানান, নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামিলীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শাখা হিসেবে উপহার দিতে প্রানপ্রিয় নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।##