ডুলাহাজারা ইউনিয়ন কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া  :
বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে বর্তমান ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ১২ নভেম্বর চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আমির হোসেন আমু ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃক প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষকলীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখার সংশ্লিষ্টরা দলীয় সাংগঠনিক কার্যক্রমে নিস্ক্রিয় রয়েছেন। পাশাপাশি কমিটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। সেইকারণে চকরিয়া উপজেলা কৃষকলীগের জরুরি সিদ্ধান্তক্রমে ডুলাহাজারা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডুলাহাজারা ইউনিয়ন কৃষকলীগের সবধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
1699806136078 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর